এই ডিজাইনটি ফ্রিতে নিতে চাইলে, কমেন্ট বক্সে আপনার নিজ নাম, আপনার ইমেইল এবং ডিজাইন কুপন কোড লিখে সেন্ড করুন। ১০ মিনিট পর আপনার ইমেইল চেক করলে কাঙ্খিত ডিজাইন পেয়ে যাবেন। নতুন নতুন ডিজাইন পেতে প্রতিদিন আমাদের এই ওয়েবসাইটিতে ভিজিট করুন। আপনাদের যদি এই ডিজাইনটি উপকারে আসে তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ডিজাইনটি কেমন হয়েছে।
File Description:
- File Name : Waz Mahfil Poster
- Format : Adobe Illustrator CS
- Color : CMYK
- Size : 18in x 23in
- Regulation : 300 DPI
- Font : Free
আপনারা যারা নতুন গ্রাফিক্স ডিজাইনের কোর্স করতে চান বা অনলাইনে ফ্রিলান্সিং করে টাকা আয় করতে চান তারা আমার M Graphic Press ইউটুব চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমি আশাবাদী M Graphic Press ইউটুব চ্যানেল থেকে আপনার অনেক কিছু শিখতে পারবেন।
সিসি শেখার কৌশল-03
Introducing the Toolbox
টুলবক্সে বিদ্যমান টুলসমূহের সাহায্যে ডকুমেন্টে উপাদান (Elements) তৈরী এবং সম্পাদনা করা যায়। যেমন: Text Box, Picture Box, Line Art, Text Path ইত্যাদি বিভিন্ন রকম কাজ করা যায়। যে কোন একটি টুল সিলেক্ট করলে বােঝা যায় চলমান ডকুমেন্টে কোন কাজটি করার সুযােগ আছে। কোন টুলের সাহায্যে কি কাজ করা যাবে বা হবে তাহা বােঝা যায় টুলে Mouse Pointer (মাউস পয়েন্টার) স্থাপন করলে। টুলবক্সে বিদ্যমান টুলসমূহ ডকুমেন্ট সম্পাদনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই টুলসমূহের পরিচিতি/কার্যকারীতা সম্পর্কে জ্ঞান রাখা একান্ত প্রয়ােজন; নিতে এ সম্পর্কে আলােচনা করা হল। টুল সাধারনত দুই প্রকার।
যেমন: ১. একক টুল ২. গ্রুপ টুল ।
Selection Tool (V):
ইহা একটি একক টুল । কোন অবজেক্টকে সিলেক্ট করা যায় এই টুলটি ব্যবহার করে। এই টুল সিলেক্ট করে নির্দিষ্ট অবজেক্টে Click করলে উক্ত অবজেক্ট এবং Shift Key চেপে ধরে উহার মধ্যে অবস্থিত অন্যান্য একাধিক অবজেক্ট (যদি থাকে) একসাথে সিলেক্ট করা যায়। সিলেক্টেড অবজেক্টের বর্ডারে মাউস ব্যবহারে অবজেক্টের সাইজ সুবিধামত ছােট বড় করা যায়। এবং অবজেক্টের উপর মাউস ড্রাগ করে অবজেক্টকে সুবিধামত স্থানে স্থানান্তর করা যায়।
Direct Selection Tool (A):
ইহা একটি গ্রুপ টুল। এর মাধ্যমে বিভিন্ন রকম ড্রইং করা যায় । উদাহরন স্বরূপ বলা যায় একটি চতুর্ভূজ বা বৃত্ত বা এজাতীয় কোন চিত্র অঙ্কন করার পর এর যে কোন কোনকে স্থানান্তর করতে এই টুল ব্যবহার করা হয়। এর মাধ্যমে কোন বক্স জাতীয় ড্রয়িং খুব সহজে করা যায়। এছাড়াও বিভিন্ন কাজে এই টুল ব্যবহার করা হয়। এই গ্রুপের অন্য টুলটির নাম Group Selection Tool কোন অবজেক্টকে সরাসরি সিলেক্ট করতে এবং অন্যত্র স্থানান্তরিত করতে এই টুল ব্যবহার করতে হয়। এর মাধ্যমে একাধিক অবজেক্ট এর উপর কাজ করা যায় ।
Lasso Tool (Y): ইহা একটি একক টুল ।
Direct Selection Lasso Tool (Q):
ইহা একটি একক টুল । (5). Pen Tool (P) ঃ ইহা একটি গ্রুপ টুল। এর সহায়তায় সােজা এবং আঁকা-বাঁকা লাইন অঙ্কন করা যায়। আঁকা-বাঁকা করে কোন কিছু লেখার সময় এই টুলের সাহায্য নিতে হয়। এককথায় কোনরকম আঁকা-বাঁকা ডিজাইন করতে হলে এই টুলটি খুবই প্রয়ােজনীয়। এই গ্রুপের অন্যান্য টুলগুলাের মধ্যে তিনটি টুল আছে। এগুলাের মাধ্যমে লাইন যােগ করা, লাইন বিয়ােগ করা, লাইন সংশােধন করা ইত্যাদি কর্মক্ষেত্রে যখন যা প্রয়ােজন তা করা যায়। নিয়মগুলাে শিক্ষকের নিকট থেকে জেনে নিন।
Type Tool (T):
ইহা একটি গ্রুপ টুল। এর সহায়তায় পৃষ্টায় কোন কিছু লিখা যায়। অর্থাৎ পৃষ্ঠায় টেস্ট টাইপ করার জন্য এই টুলের ব্যবহার করা হয়। টেস্ট বক্সে এডিটিং করার জন্য এই টুলের সাহায্য নিতে হয়। এই গ্রুপের অন্যান্য টুলগুলােও বিভিন্ন ডিজাইনে লেখার কাজে ব্যবহার করা হয়।
Elipse Tool (L):
ইহা একটি গ্রুপ টুল । এর সহায়তায় গােলাকার বৃত্ত অঙ্কন করা যায়। বৃত্তাকার এবং উপবৃত্তাকার পিকচার বক্স আঁকার জন্য এই টুলের সাহায্য নিতে হয়। এই গ্রুপের অন্যান্য টুলগুলাে PO1ygon T০০ (ত্রিভুজ থেকে শুরু করে বিভিন্ন ভুজের চিত্র অঙ্কন করা যায়), Star T০০1 (ষ্টার চিহ্ন অঙ্কন করা যায়), Sp1 ra] T০০1 (প্যাচানাে চিত্র অঙ্কন করা যায়)। উক্ত পদ্ধতিগুলাের মাধ্যমে তৈরীকৃত চিত্রের দ্বারা বিভিন্ন রকম ডিজাইন করা যায়। শুধু প্রয়ােজন ডিজাইন করার মত মন ।
Rectangle Tool (M):
ইহা একটি গ্রুপ টুল । এর সহায়তায় চতুর্ভুজ, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র বক্স অঙ্কন করা যায়। এই গ্রুপের অন্য টুলটি হলাে Rounded Rectangle T০০1. এর মাধ্যমে Round Shape করা চতুর্ভুজ, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র বক্স অঙ্কন করা যায়।
(9). Paintbrush Tool (B):
ইহা একটি একক টুল । পেইন্ট করে লাইন ও ছবি আঁকতে এই টুলের সাহায্য নিতে হয়। অর্থাৎ এই টুলের সাহায্যে মনের ইচ্ছেমত ড্রইং করা যায় ।
Pencil Tool (N):
ইহা একটি গ্রুপ টুল। এর সহায়তায় মনের ইচ্ছেমত পেন্সিল দিয়ে অঙ্কন করা যায়। অর্থাৎ সুবিধামত লাইন, ছবি, এবং প্রচ্ছদ আঁকতে এই টুল দরকার হয়। এই গ্রুপের অন্যান্য টুলগুলাে Sm০০th Tool (পেন্সিল টুল দিয়ে তৈরীকৃত ছবি সংশােধন করা যায়), Erase T০০1 (পেন্সিল টুল দিয়ে তৈরীকৃত ছবি বিভিন্ন অংশে ভাগ করা যায়)। উক্ত পদ্ধতিগুলাের মাধ্যমে তৈরীকৃত চিত্রের দ্বারা বিভিন্ন রকম ডিজাইন করা যায়। শুধু প্রয়ােজন ডিজাইন করার মত মন।।
Rotate Tool (R):
ইহা একটি গ্রুপ টুল। এর সহায়তায় একটি স্থির অবস্থা থেকে অবজেক্টকে সুবিধামত ঘােরানাে যায়। এর মাধ্যমে Alt চেপে কোন কিছু Copy (কপি) করলে পরবর্তীতে Ctrl+D চেপে মনের ইচ্ছেমত ঘুরিয়ে Paste (পেষ্ট) করা যায় । এভাবে অনেক ডিজাইন করা সম্ভব। এই গ্রুপের অন্য টুলটি হলাে Tool এর মাধ্যমে যে কোন অবজেক্টকে ঘােরানাে যায়। অর্থাৎ মনের ইচ্ছেমত কোন অবজেক্টের মধ্যবিন্দু ঠিক রেখে ঘােরানাে পাকানাের জন্য এই টুল ব্যবহার করা হয় ।
Scale Tool (S):
ইহা একটি গ্রুপ টুল । একটি স্থির অবস্থান থেকে অবজেক্টের সাইজ পরিবর্তন করতে এই টুলের সাহায্য নিতে হয়। উদাহরনস্বরূপ বলা যায়, একটি বৃত্তকে এই টুল এবং Alt Key ব্যবহারে Copy (কপি) করে সৌরজগতের গতিপথ তৈরী করা সম্ভব। পদ্ধতিটি শিক্ষকের নিকট থেকে জেনে নিন । এর অন্য একটি টুল হলাে Reshape Tool এর মাধ্যমে বিভিন্ন Object (অবজেক্ট) কে Editing (সংশােধন) করা যায় । Pen Tool (P), Paintbrush Tool (B), Pencil Tool (N) এর মাধ্যমে তৈরীকৃত অঙ্কিত অবজেক্টগুলাের মধ্যে কোন সমস্যা থাকলে তা সংশােধন করার জন্য এই টুল ব্যবহার করা হয়।
(Reflect Tool (O):
ইহা একটি গ্রুপ টুল। এই টুলের সাহায্যে প্রতিচ্ছবি (Duplicate Copy) তৈরী করা যায়। অর্থাৎ একটি নির্দিষ্ট অক্ষের ভিত্তিতে অবজেক্টকে প্রতিবিম্বিত করা যায়। উদাহরন স্বরূপ বলা যায় প্রজাপতির একটি পাখা তৈরী করার পর অন্য পাখাটি এর মাধ্যমে তৈরী করা সম্ভব। এর অন্য একটি টুল হলাে Shear Tool এর মাধ্যমে যে কোন অবজেক্ট এর ছায়া ফেলা যায়। উদাহরন স্বরূপ বলা যায় একটি চতুর্ভুজ অঙ্কন করে এই টুল এবং Alt Key ব্যবহারে Copy (কপি) করে চতুর্ভুজটির Color (রং) পরিবর্তন করলেই ছায়াটি দৃশ্যমান হয়।
Free Transform Tool (E):
ইহা একটি একক টুল। এর সাহায্যে একটি অবজেক্টকে ঘােরানাে, সাইজ পরিবর্তন করা, স্থানান্তর করা ইত্যাদি কাজ করা যায় ।
Blend Tool (W):
ইহা একটি গ্রুপ টুল । একাধিক অবজেক্টের মধ্যে কালার শেপ এর সংমিশ্রণ ঘটানাের জন্য এই টুলের সাহায্য নিতে হয়। উদাহরন হিসাবে একটি ত্রিভুজ ও একটি চতুর্ভুজ তৈরী করে দুইটিতে আলাদা আলাদা Color (রং) দিয়ে এই টুল সিলেক্ট করার পর একটি একটি করে দুইটি Color (রং) এর উপর Click করলেই ফলাফল বােঝা যাবে। এর অন্য একটি টুল হলাে Auto Trace Tool এর মাধ্যমে অবজেক্টের আউটলাইন সনাক্ত করা যায়। কর্মক্ষেত্রে এর ব্যবহার খুবই কম।
ডিজাইন যে ভাবে ডাউনলোড করবেন:
নিচের প্রথম comment অপশনে একটি ডাউনলোড লিংক দেয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরেও যদি বুঝতে সমস্যা মনে করেন তাহলে সাইডে একটি ভিডিও দেয়া আছে সেই ভিডিওটি দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। ডাউনলোড ফাইলটি ZIP করা থাকবে। ZIP ফাইল খুলতে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি নিচে দেয়া হলো:
Password: milongraphic04
আমার ডিজাইন গুলো যদি কাজে লাগে
এবং
MiLon Graphic চ্যানেলের ভিডিও দেখে কোন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই
Like | Comment | Share করতে ভুলবেন না?
Thank you for Visit the website
03. Next Page
12 Comments
Milon
ReplyDeletemilonpress.mohadevpur@gmail.com
Coupon Code : MGWAJ003
Name: safiqul Islam
ReplyDeletee-mail: safiq.sabujnagar@gmail.com
Coupon : MGWAJ003
Johurul Islam\
ReplyDeletejohurul52@gmail.com
Code:MGWAJ007
Coupon : MGWAJ003
ReplyDeletesuvognd@gmail.com
Name: mehedi
ReplyDeleteCoupon: MGWAJ003
mehedi101h@gmail.com
Name: Nazim
ReplyDeleteCoupon: MGWAJ003
sannymendoza108@gmail.com
Name: Tafsirul Islam
ReplyDeleteEmail: tislam7604@gmail.com
Coupon Code: MGWAJ003
Naimul
ReplyDeletehnaimul2424@gmail.com
MGWAJ003
Wynn Hotel and Casino - Mapyro
ReplyDeleteFind 공주 출장안마 Wynn Hotel and Casino, Las 논산 출장마사지 Vegas (Mapyro). 경기도 출장마사지 Hotel, Casino, 속초 출장샵 Hotel, Hotel. Las Vegas. 4.1M visitors. 밀양 출장안마 See Mapyro
This comment has been removed by the author.
ReplyDeleteUjjal
ReplyDeleteujjalpaul@hotmail.com
MGWAJ003
rokon
ReplyDeleterokon8473@gmail.com
MGWAJ003