এই ডিজাইনটি ফ্রিতে নিতে চাইলে, কমেন্ট বক্সে আপনার নিজ নাম, আপনার ইমেইল এবং ডিজাইন কুপন কোড লিখে সেন্ড করুন। ১০ মিনিট পর আপনার ইমেইল চেক করলে কাঙ্খিত ডিজাইন পেয়ে যাবেন। নতুন নতুন ডিজাইন পেতে প্রতিদিন আমাদের এই ওয়েবসাইটিতে ভিজিট করুন। আপনাদের যদি এই ডিজাইনটি উপকারে আসে তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ডিজাইনটি কেমন হয়েছে।
File Description:
- File Name : Waz Mahfil Poster
- Format : Adobe Illustrator CS
- Color : CMYK
- Size : 18in x 23in
- Regulation : 300 DPI
- Font : Free
আপনারা যারা নতুন গ্রাফিক্স ডিজাইনের কোর্স করতে চান বা অনলাইনে ফ্রিলান্সিং করে টাকা আয় করতে চান তারা আমার M Graphic Press ইউটুব চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমি আশাবাদী M Graphic Press ইউটুব চ্যানেল থেকে আপনার অনেক কিছু শিখতে পারবেন।
সিসি শেখার কৌশল-02
Title Bar (টাইটেল বার):
আমরা জানি Title শব্দের বাংলা অর্থ হলাে উপাধি। যে কোন Package Program (প্যাকেজ প্রােগ্রাম) এর উপাধি অর্থাৎ নাম যে বারের মধ্যে দেওয়া থাকে সেটিই হলাে Title Bar (টাইটেল বার । সহজ ভাষায় Window এর শীর্ষদেশকে বলে Title Bar (টাইটেল বার) । লক্ষ্য করুন উপরােক্ত Window এর শীর্ষদেশে অর্থাৎ উপরে লেখা আছে Adobe Illustrator CC এই কথাটি যে Bar (বার) এর মধ্যে লেখা আছে ইহাই Title Bar (টাইটেল বার)।
Menu Bar (মেনু বার):
Scrot Bar (ক্রোল বার):
আমরা জানি Menu শব্দের বাংলা অর্থ তালিকা। লক্ষ্য করুন Window তে File, Edit, Help নামক নয়টি শব্দ বিদ্যমান। এগুলাের যে কোনটিতে Click করলে একটি তালিকা দেখা যায়। সুতরাং আমরা বলিতে পারি এগুলাে প্রত্যেকটিই এক একটি Menu (মেনু)। আর Menu (মেনু) গুলাের সমষ্টিতে যে লাইন বা বার দেখা যায় তাকে Menu Bar (মেনু বার) বলা হয় ।
কোন Page এর চতুর্দিক দেখার জন্য যে বার ব্যবহার করা হয় তাকে Scroll Bar বলে। কম্পিউটার ব্যবহার করার সময় সর্বক্ষেত্রেই ডানে বামে কোন কিছু বােঝাতে হলে Horizontal এবং উপরে নিচে বােঝাতে হলে Vertical বলা হয়। সুতরাং এক্ষেত্রেও কোন Page এর ডান দিক বা বাম দিক দেখতে হলে নিচের দিকে বিদ্যমান যে বারটি ব্যবহার করা হয় তাকে Horizontal Scroll Bar বলা হয়। অপরদিকে কোন Page এর উপর দিক বা নিচ দিক দেখতে হলে ডান দিকে বিদ্যমান যে বারটি ব্যবহার করা হয় তাকে Vertical Scroll Bar বলা হয়।
Scratch Area (স্ক্র্যাচ এরিয়া):
৪ পৃষ্ঠার চার পার্শ্বে বিদ্যমান খালি যায়গার নাম Scratch Area (স্ক্র্যাচ এরিয়া)। পৃষ্ঠাতে / আটবাের্ডে সংযােজনের উদ্দ্যেশ্যে যে কোন Item / Object (আইটেম | অবজেক্ট) কে Scratch Area (স্ক্র্যাচ এরিয়া) তে অপেক্ষমান অবস্থায় রাখা যায়। প্রকৃত অর্থে Scratch Area (স্ক্র্যাচ এরিয়া) পৃষ্ঠার / আটবাের্ডের সাইজ অপেক্ষা বড় হয় যা Scroll Bar (স্ক্রোল বার) এর মাধ্যমে অবলােকন করা যায়। সবসময় মনে রাখতে হবে Scratch Area (স্ক্র্যাচ এরিয়া) তে যা থাকবে তা সম্পূর্নটাই নিরাপদ অর্থাৎ Scratch Area (স্ক্র্যাচ এরিয়া) তে যাহা থাকবে তা কখনও প্রিন্ট হবে না।
Toot Box (টুল বক্স):
Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর) এর Window এর মধ্যে বামে বিভিন্ন Tool (টুল) সম্বলিত একটি বক্স দেখা যায়। যার নাম Tool Box (টোল বক্স) । বিভিন্ন রকমের অবজেক্ট তৈরী, এডিটিং, উপস্থাপনা, কালার ম্যানেজমেন্ট, ড্রইং ইত্যাদি Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর) এর প্রধান প্রধান কাজগুলাে করার জন্য এই Tool Box (টোল বক্স) থেকে পর্যাপ্ত সুযােগ সুবিধা অর্জন করা যায়।
Name of Active Window (চলমান উইন্ডাে এর নাম):
যে Title Bar (টাইটেল বার) এর মধ্যে কোন Window বর্তমানে চালু আছে উহার নাম দেখা যায় তাকে Name of Active Window বলা হয়। যাকে আমরা File Name হিসাবে ধরে নেই।
Zoom Indicator (জুম ইন্ডিকেটর):
চলমান পৃষ্ঠায় কত % জুম বিদ্যমান তাহা এখানে দেখা যায়। Zoom Indicator (জুম ইন্ডিকেটর) Horizontal Scroll Bar & Status Bar এর বামে অবস্থিত। এখানে ক্লিক করে নির্দিষ্ট জুম % টাইপ করে এন্টার করলে সহজে নিজের ইচ্ছেমত নির্দিষ্ট সাইজে পৃষ্ঠা অবলােকন করা যায়।
Print Area (প্রিন্ট এরিয়া):
পৃষ্ঠা বা আর্টবাের্ডের অভ্যন্তরস্থ অংশকে বলে Print Area (প্রিন্ট এরিয়া) । এই এরিয়াতে বিদ্যমান সকল অবজেক্ট প্রিন্ট হবে । তাই Print (প্রিন্ট) করার উপযােগী সব কিছুই এই এরিয়ার ভিতর রাখতে হবে। সর্বদা মনে রাখবেন এই এরিয়ার বাহিরের কোন কিছুই Print (প্রিন্ট) হবে না।
Page Border (পৃষ্ঠা বর্ডার):
Print Area (প্রিন্ট এরিয়া) চিহ্নিত বর্ডারকে Page Border (পৃষ্ঠা বর্ডার) বলা হয় । Page Border (পৃষ্ঠা বর্ডার) এর বাহিরের কোন অংশ প্রিন্ট হয় না।
Palette (প্যালেট):
অবজেক্টকে নানাভাবে রূপায়ন ও উপস্থাপনার জন্য বিভিন্ন Palette (প্যালেট) এর সাহায্য নিতে হয় প্রােগ্রামের ডিফল্ট সেটিং অনুসারে উইন্ডােতে কোন Palette (প্যালেট) প্রদর্শিত হয় না। প্রয়ােজনের প্রেক্ষিতে মেনুবারস্থ উইন্ডাে মেনু থেকে সংশ্লিষ্ট Palette (প্যালেট) কে প্রদর্শন করানাে হয়। উপরে অঙ্কিত স্ক্রীন পরিচিতিতে আমরা প্যালেট প্রদর্শিত অবস্থায়ই দেখেছি।
Status Bar (স্ট্যাটাস বার):
চলমান সময়ে কোন কাজ করা হচ্ছে, কোন টুল ব্যবহৃত হচ্ছে ইত্যাদি তথ্য অবহিত করে এই Status Bar (স্ট্যাটাস বার)। এছাড়াও এই Status Bar (স্ট্যাটাস বার) এর মধ্যে আরাে বিভিন্ন তথ্য সম্পর্কে অবগত হওয়া যায় এটি একটি গুরুত্বপূর্ন বার ।
Ruler (রােলার):
কাজ করার সময় বিভিন্ন প্রকার হিসাব করার প্রয়ােজন হয়। কোন কাজের দৈর্ঘ,প্রস্থ ইত্যাদি দেখার জন্য Ruler (রােলার) ব্যবহার করা হয়। কম্পিউটার ব্যবহার করার সময় সর্বক্ষেত্রেই ডানে বামে কোন কিছু বােঝাতে হলে Horizontal এবং উপরে নিচে বােঝাতে হলে Vertical বলা হয়। সুতরাং এক্ষেত্রেও কোন Page এর উপরের দিকে বাম দিক থেকে ডান দিকে বিদ্যমান স্কেলটিকে Horizontal Ruler বলা হয়। অপরদিকে কোন Page এর বাম দিকে উপর দিক থেকে নিচ দিকে বিদ্যমান স্কেলটিকে Vertical Ruler বলা হয় ।
ডিজাইন যে ভাবে ডাউনলোড করবেন:
নিচের প্রথম comment অপশনে একটি ডাউনলোড লিংক দেয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরেও যদি বুঝতে সমস্যা মনে করেন তাহলে সাইডে একটি ভিডিও দেয়া আছে সেই ভিডিওটি দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। ডাউনলোড ফাইলটি ZIP করা থাকবে। ZIP ফাইল খুলতে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি নিচে দেয়া হলো:
Password: milongraphic04
আমার ডিজাইন গুলো যদি কাজে লাগে
এবং
MiLon Graphic চ্যানেলের ভিডিও দেখে কোন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই
Like | Comment | Share করতে ভুলবেন না?
Thank you for Visit the website
02. Next Page
12 Comments
Nazmul Hasan
ReplyDeleteCopun code- MGWAJ002
nazmulshanto345@gmail.com
masud--- cdsmasud@gmail.com Code:MGWAJ002
ReplyDeleteMilon
ReplyDeletemilonpress.mohadevpur@gmail.com
Coupon Code : MGWAJ002
MGWAJ002
ReplyDeleteenmulhoque4053@gmail.com
ReplyDeleteMGWAJ002
Md. Tofazzal Hossaom
ReplyDeleteshahmokhdom@gmail.com
Coupon Code : MGWAJ002
Johurul Islam\
ReplyDeletejohurul52@gmail.com
Code:MGWAJ007
Name: Nazim
ReplyDeleteCoupon: MGWAJ002
sannymendoza108@gmail.com
Name: Tafsirul Islam
ReplyDeleteEmail: tislam7604@gmail.com
Coupon Code: MGWAJ002
Name: Kobir Hossain
ReplyDeleteEmail: kobircomputer03@gmail.com
Coupon Code:MGWAJ002
Md. Kamal
ReplyDeletethequietmusic2022@gmail.com
MGWAJ002
Name: Suraiya
ReplyDeleteEmail: suraiyapressphulbari@gmail.com
Copun code- MGWAJ002